ভারতীয় যাত্রীবাহী বিমানে আগুন
ভারতীয় যাত্রীবাহী বিমানে আগুন
দিল্লি থেকে নেপালগামী ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমানে আগুন লেগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইন্ডিগো এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়েছে, আজ (শনিবার) দুপুরে দিল্লি থেকে একটি শিশু ও ছ’জন ক্রুসহ মোট ১৭৫ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর বিমানটি নেপালের দিকে রওনা হয়। কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটির পেছনের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। একজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার বিষয়টি প্রথম দেখতে পেয়েই সবাইকে সতর্ক করেন। এ সময় এমার্জেন্সি দরজা দিয়ে যাত্রীদের দ্রুত বের করা আনা হয়। নিরাপত্তা কর্মীদের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই দ্রুত বৈঠক বসে ভারতের বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। কাঠমাণ্ডু থেকে নয়াদিল্লি ফিরতি ফ্লাইটের জন্য অন্য একটি বিমান পাঠানো হয়েছে।
গত শুক্রবার নেপাল এয়ারলাইন্সের একটি টুইন ওটার বিমানও ইঞ্জিনে সমস্যার জন্য জরুরি অবতরণ করেছিল কাঠমান্ডু বিমানবন্দরে।
উল্লেখ্য, আজই ৫ জন ভারতীয় নাগরিকসহ ২৩৯ জন যাত্রী নিয়ে সমুদ্রে ভেঙে পড়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন