ত্রিপোলির কারাগারে সা’দি

ত্রিপোলির কারাগারে সা’দি

লিবিয়া, ত্রিপোলি, নাইজার, কারাগার, লিবিয়া , গাদ্দাফি, সা’দি , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা,
সা’দি গাদ্দাফি (ফাইল ছবি)
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পুত্র সা’দিকে বহিস্কার করেছে আফ্রিকার অপর দেশ নাইজার। বর্তমানে সা’দি লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছে লিবিয়া সরকার।

২০১১ সালের গণবিপ্লবে পিতা গাদ্দাফির পতন হওয়ার পর দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সা’দি। তার বিরুদ্ধে অভিযোগ, গাদ্দাফির শাসনামলে তিনি লিবিয়ার বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রধান থাকার সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর পাশাপাশি আরো অনেক অপরাধ করেছিলেন।

আজ (বৃহস্পতিবার) ভোরে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ত্রিপোলি জানিয়েছে, “সা’দি গাদ্দাফিকে আজ গ্রহণ করেছে লিবিয়া সরকার এবং তিনি ত্রিপোলিতে প্রবেশ করেছেন।”

এর আগে লিবিয়ার বিচারমন্ত্রী বলেছিলেন, দেশে ফেরত আনা গেলে সা’দির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে। লিবিয়ায় হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। লিবিয়া সরকারের এ দৃঢ় প্রত্যয়ের কারণে এতদিন নাইজার সা’দিকে ত্রিপোলির কাছে হস্তান্তর করতে অস্বীকার করে আসছিল। তবে দু’দেশের মধ্যে ঠিক কী ধরনের সমঝোতার ফলে তাকে লিবিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে তা জানা যায়নি।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোল ২০১২ সালে বিশ্বব্যাপী রেড নোটিশ জারি করে সা’দিকে গ্রেফতারের জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে নাইজারে পালিয়ে যাওয়ার পর দেশটির সরকার সা’দি গাদ্দাফিকে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় থাকতে দিয়েছিল বলে জানা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন