১৬ বছরের মধ্যে ফুরিয়ে যাবে পাকিস্তানের গ্যাসের মজুদ
১৬ বছরের মধ্যে ফুরিয়ে যাবে পাকিস্তানের গ্যাসের মজুদ
শাহিদ খাকান আব্বাসি
পাকিস্তানের তেল ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, তার দেশের বর্তমান প্রাকৃতিক গ্যাসের মজুদ আগামী ১৬ বছরের মধ্যে ফুরিয়ে যাবে। পাকিস্তানের জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুসলিম লীগ-নাওয়াজ বা পিএমএল-এনের সংসদ সদস্য শেখ রোহাল আসগারের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, “বর্তমান হারে গ্যাস উৎপাদন চলতে থাকলে এখনকার গ্যাসের মজুদ দিয়ে আমরা প্রায় ১৬ বছর চলতে পারবো।”
পাক মন্ত্রী আরো জানান, একের পর এক গ্যাসক্ষেত্র নিঃশেষ হয়ে যাওয়ার কারণে প্রতিদিনই গ্যাসের চাহিদা বেড়ে যাচ্ছে। এ চাহিদা পূরণের জন্য ইসলামাবাদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে শাহিদ খাকান আব্বাসি জানান।
পাকিস্তানের শিল্প খাতে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি দেশটিতে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি রয়েছে। বর্তমানে সেদেশের বেশিরভাগ এলাকায় দৈনিক গড়ে ১২ ঘন্টা লোডশেডিং করতে হয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস কেনার চুক্তি করেছে পাকিস্তান। কিন্তু সাম্রাজ্যবাদী আমেরিকা ও সৌদি আরবের ক্রমবর্ধমান চাপের কারণে সে চুক্তি বাস্তবায়ন করতে পারছে না ইসলামাবাদ। এ অবস্থায় পাকিস্তানের গ্যাসের মজুদ সম্পর্কে তেল ও প্রাকৃতিক সম্পদমন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, ইরান থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানি করতে তার দেশ বদ্ধপরিকর। মার্কিন চাপ উপেক্ষা করে এ পাইপ লাইন নির্মাণ করবে পাকিস্তান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন