সংঘর্ষ ছাড়াই রাশিয়ার আল্টিমেটাম শেষ

সংঘর্ষ ছাড়াই রাশিয়ার আল্টিমেটাম শেষ

রাশিয়া, ক্রিমিয়া, রুশ, জাতিসংঘ, রাশিয়া, মস্কো, ইউক্রেন, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ক্রিমিয়ায় মোতায়েন ইউক্রেনের সৈন্যদের এভাবে নির্ঘুম কেটেছে সোমবার রাত
ক্রিমিয়ায় মোতায়েন ইউক্রেনের সেনা ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষের একটি আশঙ্কা আপাতত কেটে গেছে। ইউক্রেনের স্বায়ত্বশাসিত এ অঞ্চলে অন্তত ১৬,০০০ সৈন্য পাঠিয়েছে রাশিয়া।

ইউক্রেনের অন্তর্বর্তী পাশ্চাত্যপন্থী সরকার গতরাতে জানিয়েছিল, আজ (মঙ্গলবার) সকালের মধ্যে ক্রিমিয়ায় মোতায়েন ইউক্রেনের সেনাদের আত্মসমর্পনের সময় বেধে দিয়েছে মস্কো। যদিও রাশিয়া এ ধরনের কোনো আল্টিমেটাম দেয়ার কথা অস্বীকার করেছিল তারপরও সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা জানিয়েছিলেন সংবাদদাতারা।

তবে প্রাথমিকভাবে সে আশঙ্কা কেটে গেলেও ক্রিমিয়ার সবগুলো সেনা ঘাঁটি ঘিরে রেখেছে হাজার হাজার রুশ সৈন্য। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, ইউক্রেনের (সাবেক) প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অনুরোধে দেশটিতে সৈন্য পাঠিয়েছে মস্কো। সোমবার রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ জানিয়েছিলেন, তার দেশ এখনও ইয়ানুকোভিচকে ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট বলে মনে করে।

গতমাসের শেষদিকে পাশ্চাত্যপন্থী আন্দোলনকারীদের প্রবল বিক্ষোভ ও সংঘর্ষের জের ধরে ইয়ানুকোভিচ সরকারের পতন হয়। এরপর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকাসহ গোটা পাশ্চাত্য।

এদিকে রাশিয়া তার ইউক্রেন সীমান্তে সামরিক মহড়ার জন্য যে লক্ষাধিক সেনা মোতায়েন করেছিল তাদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে শুরু হওয়া ওই মহড়ায় প্রায় দেড় লাখ সৈন্য অংশ নিয়েছিল। এসব সেনা ইউক্রেনে হামলা চালাতে পারে বলে কোনো কোনো পশ্চিমা সূত্র আশঙ্কা প্রকাশ করেছিল।
সূত্রঃ রেডিও তেহরান

 


নতুন কমেন্ট যুক্ত করুন