উত্তর কোরিয়া যৌথ মহড়ার মধ্যেই সাগরে রকেট নিক্ষেপ করল

উত্তর কোরিয়া যৌথ মহড়ার মধ্যেই সাগরে রকেট নিক্ষেপ করল

উত্তর কোরিয়া , রকেট, আমেরিকা, দক্ষিণ কোরিয়া , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী ,
উত্তর কোরিয়া আজ জাপান সাগরে কয়েক দফা রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও আমেরিকা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তখন এ রকেট নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এর মাধ্যমে পিয়ংইয়ং নিজের শক্তির প্রমাণ দিতে চেয়েছে বলে মনে করছেন সিউলের কয়েকজন কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের আগে মাল্টিপল রকেট লাঞ্চার ব্যবহার করে তিনটি রকেট নিক্ষেপ করে পিয়ংইয়ং। সহজে বহনযোগ্য স্বয়ংক্রিয় এ সব লাঞ্চার থেকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট ছোঁড়া হয়।

উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় ওনসান বন্দর থেকে নিক্ষিপ্ত এ সব রকেট জাপান সাগরের ৫৫ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছে। এ ছাড়া, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টা ১৫-এ একই লাঞ্চার দিয়ে আরো চারটি রকেট ছোড়া হয় এবং এগুলো ওই সাগরের ১৫৫ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন,উত্তর কোরিয়া দুই ধরণের লাঞ্চারের পরীক্ষা করেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সেনারা নজরদারি আরো বাড়িয়েছে। এ ছাড়া, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা আজকের এ ঘটনার নিন্দা করেছে। এর আগে উত্তর কোরিয়া গত সপ্তাহে চারটি ক্ষুদ্র পাল্লার স্কাড ক্ষেপণাস্ত্র এবং সোমবার আরো দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন