পাকিস্তান তালেবানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করেছে

পাকিস্তান তালেবানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করেছে

পাকিস্তান, তালেবান, ইসলামাবাদ, তেহরিক, নওয়াজ শরীফ , Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করেছে ইসলামাবাদ। তালেবানের পক্ষ থেকে একমাসের যুদ্ধবিরতি ঘোষণা করার পর এ ব্যবস্থা নিল পাক সরকার।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান এক বিবৃতিতে বলেছেন, তালেবানের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা আসার পর সরকারও গত কয়েকদিন ধরে চলা বিমান হামলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে তার কঠোর জবাব দেয়ার অধিকার পাকিস্তান সরকার ও সেনাবাহিনী সংরক্ষণ করবে।

তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সঙ্গে সরকার সম্প্রতি যে শান্তি আলোচনা শুরু করেছিল এ যুদ্ধবিরতির মাধ্যমে আবার সেদিকে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। ইসলামাবাদ বলেছে, তালেবান গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখালে শান্তি আলোচনা শুরু করতে কোনো বাধা নেই।

গত মাসে এ আলোচনা হঠাৎ করেই ভেঙে যায়। নওয়াজ শরীফ সরকারের উদ্যোগে ওই শান্তি আলোচনা শুরু হয়েছিল। কিন্তু তালেবান প্রায় চার বছর আগে অপহৃত ২৩ জন সরকারি সৈন্যকে নির্বিচারে হত্যা করলে আলোচনা ভেঙে যায়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন