পাকিস্তানে সন্ত্রাসী হামলা, নিহত ৯
পাকিস্তানে সন্ত্রাসী হামলা, নিহত ৯
পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ অন্তত নয় জন নিহত হয়েছে। বেলুচিস্তানের ‘কালাত’ ও ‘ডেরা বুগতি’ এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র খান ওয়াসে বলেছেন, কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে হামলায় তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছে। বোমা হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ডেরা বুগতি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ছয় গেরিলা। শনিবার ভোরে গেরিলাদের হামলার পাল্টা জবাব দিতে গিয়ে তাদের হত্যা করা হয়। এ সময় নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতেও সক্ষম হয়েছে। গ্রেফতার হয়েছে আরো পাঁচ জন।
পাকিস্তানের বেলুচিস্তানে তালেবান গোষ্ঠীর ব্যাপক প্রভাব রয়েছে। সেখানে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন