আইএইএ ইরানের বিরুদ্ধে পরমাণু বিষয়ে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে

পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান গবেষণা কাজ শুরু করতে পারে বলে নতুন করে যে খবর বেরিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তা নাকচ করে দিয়েছে। গত বৃহস্পতিবার রয়টার্স দাবি করেছিল, আইএইএ গত বছর ইরানের পরমাণু বোমা নির্মাণ কর্মসূচির ব্যাপারে গুরুত্বপূর্

আইএইএ ইরানের বিরুদ্ধে পরমাণু বিষয়ে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছে

পরমাণু, অস্ত্র, ইসরাইল,  বোমা , ইরান, জেনেভা, ইসরাইল, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা,
পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান গবেষণা কাজ শুরু করতে পারে বলে নতুন করে যে খবর বেরিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ তা নাকচ করে দিয়েছে। গত বৃহস্পতিবার রয়টার্স দাবি করেছিল, আইএইএ গত বছর ইরানের পরমাণু বোমা নির্মাণ কর্মসূচির ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছিল কিন্তু এ ব্যাপারে বিস্তারিত বিবরণ তুলে ধরা থেকে এ সংস্থা বিরত থাকে।

ইসরাইলের দৈনিক জেরুজালেম পোষ্ট লিখেছে, ইসরাইলি কর্মকর্তারা তাদের ভাষায় ইরানের পরমাণু বোমা তৈরির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের জন্য আইএইএ’র প্রতি আহবান জানিয়েছে। ইসরাইলের পরিকল্পনা মন্ত্রী অ্যাস্টাইনিতজ এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক সমাজের কাছে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে সমস্ত তথ্য প্রকাশ করা আইএইএ’র কর্তব্য। তিনি দাবি করেন কূটনৈতিক স্পর্শকাতরতার কথা বলে এ সংক্রান্ত তথ্য চেপে রাখা ঠিক হবে না।

উল্লেখ করা যায়, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইল একমাত্র পরমাণু অস্ত্রধর এবং তারা পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ সংক্রান্ত এনপিটি চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। ইসরাইল ও আমেরিকার চাপের মুখে ২০১১ সালে আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইরানের কোনো কোনো পরমাণু কর্মসূচি সন্দেহজনক এবং দেশটি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে। আইএইএ তখন এ দাবি করলেও তার এ দাবির স্বপক্ষে আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি।

এদিকে, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স যে প্রতিবেদন প্রকাশ করেছে সে ব্যাপারে এক প্রতিক্রিয়ায় আইএইএ’র মুখপাত্র জাবিল থিয়েদুর বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিতে সম্ভাব্য সামরিক তৎপরতার ব্যাপারে আইএইএকে জড়িয়ে যেসব দাবি উত্থাপন করা হচ্ছে তা ঠিক নয়। পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ নিরসনের জন্য ইরান ও আইএইএ গত মাসে একটি চুক্তি সই করে। ওই চুক্তির পর পরই ইরান ও ছয় জাতি গোষ্ঠী জেনেভায় আরেকটি চুক্তি সই করে যাতে পরবর্তী ছয় মাসের মধ্যে তারা পরমাণু সংক্রান্ত বিতর্কের অবসান ঘটাতে পারে।

পরমাণু বিষয়ে পাশ্চাত্যের উত্থাপিত অভিযোগ ও সন্দেহ দূর করা এবং পারস্পরিক আস্থা সৃষ্টির জন্য ইরান এ পর্যন্ত অনেক পদক্ষেপ নিয়েছে এবং এ লক্ষ্যে আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। অন্যদিকে, বিশ্ব থেকে পরমাণু অস্ত্র ধ্বংস এবং ইসরাইলের পরমাণু হুমকি দূর করার জন্য আইএইএ তার দায়িত্ব পালন করবে বলে তেহরান আশা করছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরাইলি কর্মকর্তারা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টির চেষ্টা চালালেও এ চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে আলোচনায় বেশ অগ্রগতির খবর পাওয়া গেছে। বর্তমানে ইরানের ব্যাপারে পাশ্চাত্যের নীতিতে ইতিবাচক পরিবর্তন আসায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরাইলি কর্মকর্তারা এটা ভালো করেই জানেন যে, ইরানের ব্যাপারে তাদের সব চেষ্টাই এ যাবত ব্যর্থ হয়েছে। এ কারণে তারা যতটা সম্ভব ইরানের ওপর চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। 

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন