মুরসির ছেলে মিশর পুলিশের হাতে আটক

মুরসির ছেলে মিশর পুলিশের হাতে আটক

মুরসি, মিশর , আব্দুল্লাহ ম, মাদকদ্রব্য, মুরসি, পুলিশ,   গাজা , ওসামা, ফেইসবুক, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার
প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসি
মাদকদ্রব্য রাখার অভিযোগে মিশরের পুলিশ দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসিকে আটক করেছে। মিশরের রাজধানী কায়রোর উত্তরে অবস্থিত বেনহা শহর থেকে আব্দুল্লাহ মুরসি ও তার বন্ধুকে আটক করা হয়।

পুলিশ দাবি করেছে, ২০ বছর বয়সি আব্দুল্লাহ মুরসি গাজা বহন করছিল। তারা বলছে, নীল ডেল্টার রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে থামিয়ে তার কাছ থেকে গাজা উদ্ধার করা হয়।

গত জুলাই মাসে মুহাম্মাদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম তার পরিবারের কোনো সদস্যকে আটক করা হলো।

মুরসির বড় ছেলে ওসামা এ অভিযোগ নাকচ করে বলেছেন, “এটা হচ্ছে সৎ মানুষের সুনাম ও মর্যাদা নষ্টের একটা ষড়যন্ত্র।”

মুরসির বড় ছেলে আইনজীবী ওসামা আরো বলেন, এই সরকারের প্রায় অর্ধেক লোক মাদক ও নেশা জাতীয় দ্রব্য সেবন করেন আর তারাই এখন প্রেসিডেন্ট মুরসির ছেলেকে মাদক গ্রহণের দায়ে অভিযুক্ত করছেন। তিনি তার ফেইসবুকে পেইজে এ বিষয়ে একটা স্ট্যাটাস দিয়ে আব্দুল্লাহ মুরসির আটকের নিন্দা করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন