পুতিন ওবামার টেলিসংলাপ ও গভীর দ্বন্দ্বের আভাস
পুতিন ওবামার টেলিসংলাপ ও গভীর দ্বন্দ্বের আভাস
ইউক্রেনের স্বায়ত্ত্বশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার এ আহ্বানের মধ্যদিয়ে কার্যত ইউক্রেন ইস্যুতে দেশ দু’টি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়ল।
গতকাল (শনিবার) দু’প্রেসিডেন্ট ক্রিমিয়ায় রুশ সেনা পাঠানো ও ইউক্রেন সংকট নিয়ে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা কথা বলেছেন।
এ সম্পর্কে হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে-টেলিফোন আলাপের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা পুতিনের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্রিমিয়ায় সেনা পাঠানোর ঘটনাকে ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি ক্রিমিয়া থেকে শিগগিরি সেনা সদস্যদের রুশ ঘাঁটিতে ফিরিয়ে নিতে পুতিনের প্রতি আহ্বান জানান।
ওবামা হুমকি দিয়ে বলেছেন, পুতিন যদি সেনা সরাতে অস্বীকার করেন তাহলে তার আন্তর্জাতিক অবস্থানে প্রভাব পড়বে। একইসঙ্গে তিনি বলেছেন, কৃষ্ণসাগর এলাকায় মস্কোর ভূমিকার কারণে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়ে আরো বেশি নিঃসঙ্গ হয়ে যাবে।
টেলিফোন সংলাপে পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনে তার নিজের স্বার্থ ও জাতিগত রুশ নাগরিকদের রক্ষার অধিকার রাখে। পুতিনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় যদি সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়ে তাহলে নিজের স্বার্থ এবং রুশ ভাষাভাষিদের রক্ষার জন্য পদক্ষেপ নেয়ার অধিকার রাশিয়ার আছে।
এর আগে, গতকালই রাশিয়ার সংসদের দু’কক্ষ ক্রিমিয়ায় সেনা পাঠানোর ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্ট পুতিনকে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন