হিজবুল্লাহর হুমকিতে ইসরাইলে নিরাপত্তা জোরদার

হিজবুল্লাহর হুমকিতে ইসরাইলে নিরাপত্তা জোরদার

হিজবুল্লাহ, ইহুদি, প্রেস টিভি , ইরান, সিরিয়া, লেবানন, তেলআবিব, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সা
লেবানন সীমান্তে ইসরাইলি সাঁজোয়া যানের আনাগোনা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী বিমান হামলার যথোপযুক্ত জবাব দেয়া হবে বলে হুমকি দেয়ার পর নিজের নিরাপত্তা জোরদার করেছে ইসরাইল। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি আজ এখবর দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের বেকা উপত্যকার কাছে হিজবুল্লাহর একটি অবস্থানে বিমান হামলা চালায়। এরপর ২৬ ফেব্রুয়ারি হিজবুল্লাহ এক বিবৃতিতে ওই হামলার খবর নিশ্চিত করে হুমকি দেয়, উপযুক্ত সময়ে এ হামলার প্রতিশোধ নেয়া হবে। পাল্টা হামলার স্থান, সময় ও উপকরণ হিজবুল্লাহই নির্বাচন করবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

হিজবুল্লাহর এ হুমকির পর ইসরাইলি সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন অবৈধ আবাসিক এলাকাগুলোতে লোকজনের চলাচল লক্ষণীয়ভাবে কমে গেছে। ইসরাইলি কৃষকদেরকে লেবাননের সীমান্ত এলাকা থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের ফলে বোঝা যাচ্ছে, হিজবুল্লাহর বিবৃতিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে তেলআবিব। হিজবুল্লাহ যে কখনোই ফাঁকা বুলি আওড়ায় না এবং হুমকি বাস্তবায়ন করার মতো শক্তি যে তাদের আছে- অতীতে একাধিকবার তার প্রমাণ পেয়েছে ইহুদিবাদী ইসরাইল।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন