ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়াবে
ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়াবে
দক্ষিণ চীন সাগরের নতুন এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইন্দোনেশিয়া। এ অঞ্চলে অস্থিতিশীলতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সামরিক উপস্থিতি বাড়ানোর কথা চিন্তা করছে ইন্দোনেশিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী।
ইন্দোনেশিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মোয়েলদোকো বলেছেন, নতুন দ্বীপে তারা সেনা ও বিমান বাহিনীর উপস্থিতি বাড়াবেন। এ দ্বীপের সঙ্গে উত্তরে ভিয়েতনামের এবং পূর্বে মালয়েশিয়া ও ব্রুনাইয়ের সীমানা রয়েছে। জেনারেল মোয়েলদোকো বলেন, চীনসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে তারা ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবেন এবং নিরপেক্ষতার নীতি অনুসরণ করবেন।
তিনি আরো বলেন, কৌশলগত এলাকায় নতুনা দ্বীপের অবস্থান হওয়ায় সেখানে সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হবে। এছাড়া, দক্ষিণ চীন সাগর এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা বেড়ে যাওয়ায় তার দেশের জাতীয় নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়ানো ও সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
দক্ষিণ চীন সাগর এলাকায় আমেরিকা অনাকাঙ্ক্ষিতভাবে উত্তেজনা বাড়িয়ে তুলছে এবং শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করছে বলে চীন সম্প্রতি অভিযোগ করার পর ইন্দোনেশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান এসব কথা বললেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন