রাশিয়াকে ওবামার হুঁশিয়ারি
রাশিয়াকে ওবামার হুঁশিয়ারি
ইউক্রেনে সেনা হস্তক্ষেপ না করতে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সেনারা ঢুকে পড়েছে বলে যে খবর বের হয়েছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
গতকাল (শুক্রবার) হোয়াউট হাউজে এক সংক্ষিপ্ত মন্তব্যে ওবামা বলেন, “ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়া ফেডারেশনের সেনা চলাচলের খবরে আমরা খুবই উদ্বিগ্ন।” তিনি আরো বলেছেন, “এমনটা হলে তা হবে প্রতিবেশি ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সীমানা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়ে রাশিয়ার দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন।” ওবামা বলেন, “ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে যেকোনো ধরনের লঙ্ঘন ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের জন্য মারাত্মক অস্থিতিশীলতার কারণ যা হবে এসব পক্ষের স্বার্থের পরিপন্থী।”
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল অভিযোগ করেছেন, কৌশলগত ক্রিমিয়া অঞ্চলে রাশিয়া সেনা আগ্রাসন চালিয়েছে এবং উপদ্বীপের একটি উপকূলরক্ষী ঘাঁটি ও দু’টি বিমানবন্দরের আশপাশে রুশ সেনারা অবস্থান নিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন