ইখওয়ানের ২২০ কর্মীকে কারাদণ্ড

ইখওয়ানের ২২০ কর্মীকে কারাদণ্ড

ইখওয়ানুল মুসলিমিন , মুহাম্মাদ মুরসি, মিশর,  Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
মিশরে কথিত সমাবেশ করার দায়ে ইখওয়ানুল মুসলিমিন দলের ২২০ জন কর্মীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আাদলতের এ রায়ের মধ্যদিয়ে মূলত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসির সমর্থকদের ওপর সেনা সমর্থিত সরকারের ব্যাপক দমন-পীড়নের বিষয়টি আবারো পরিষ্কার হলো।

মিশরের আলেকজান্দ্রিয়া শহরের একটি আদালত ইখওয়ানের এসব কর্মীর বিরুদ্ধে তিন থেকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। গত আগস্ট মাসে সরকারের অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ ও সহিংসতা করেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

এছাড়া, প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ৭,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ইখওয়ানের মুখপাত্র সোবহি সালেহ রয়েছেন। তিনি নিজে একজন সাবেক সংসদ সদস্য।

মিশরে সম্প্রতি আইন পাস করা হয়েছে যে, বিনা অনুমতিতে কেউ কোনো বিক্ষোভ-সমাবেশ করতে পারবে না। এছাড়া, বিক্ষোভকারীদের ওপর পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে যেকোনো সভা-সমাবেশ ছত্রভঙ্গ এবং আটক করতে পারবে। এ আইন পাসের কিছুদিনের মধ্যে ইখওয়ানের ২২০ জন নেতা-কর্মীকে কারাদণ্ড দেয়া হলো।

তবে, বহু সংখ্যক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে অনেক পুলিশ সদস্যকে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন