কিম জং-উন: সাম্রাজ্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হবে

কিম জং-উন: সাম্রাজ্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হবে

কিম জং-উন: সাম্রাজ্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসন রুখতে হবে

উত্তর কোরিয়া, কোরিয়া, স্যাটেলাইট, মোবাইল, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
কিম জং-উন (মাঝখানে- ফাইল ছবি)
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশে পাশ্চাত্যের সাংস্কৃতিক আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র নেতাদের এক সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে বহির্বিশ্বের টেলিফোন সংযোগ নেই এবং দেশটিতে বৈধভাবে স্যাটেলাইট চ্যানেলও দেখা যায় না। তবে চীনা সীমান্তবর্তী এলাকায় চীনে তৈরি মোবাইল ফোন পাওয়া যায় এবং এসব ফোনের মাধ্যমে এসব এলাকার মানুষ বিদেশে ফোন করতে পারে। এ ছাড়া, চোলাচালানের মাধ্যমে চীন থেকে আসা ডিশ স্থাপন করে অনেক পরিবার গোপনে বিদেশি স্যাটেলাইট চ্যানেল দেখে। সেইসঙ্গে চোরাই পথে আসা ডিভিডি প্লেয়ার, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার ও এমপি৩ প্লেয়ারের সাহায্যে উত্তর কোরিয়ার অধিবাসীরা বিদেশি সংবাদ, তথ্য ও নাটক-সিনেমা দেখতে পারে।

কিম জং-উন বলেন, "সাম্রাজ্যবাদীরা নিরবচ্ছিন্নভাবে সীমান্ত দিয়ে তাদের পুঁজিবাদী বিষ ছড়িয়ে দিচ্ছে। এ বিষ প্রতিহত করার জন্য আমাদেরকে দুই বা তিন স্তরবিশিষ্ট মশারি টানাতে হবে।” উত্তর কোরিয় নেতা আরো বলেন, "সাম্রাজ্যবাদীরা তাদের চিন্তাদর্শ, মতবাদ ও সংস্কৃতি আমাদের জনগণের ওপর চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তা-ও প্রতিহত করার ব্যবস্থা নিতে হবে।”

দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া উত্তর কোরিয়ার সরকার বিরোধী কিছু লোক গতমাসে শত শত বেলুনে করে তাদের দেশে পিয়ংইয়ং বিরোধী লিফলেট ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার পাঠায়। এসব ফ্ল্যাশ ড্রাইভারে ছিল কোরিয় ভাষায় অনুদিত অনলাইন এনসাইক্লোপিডিয়া- উইকিপিডিয়া। সেইসঙ্গে অন্তত পাঁচ লাখ লিফলেটে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তার প্রতিবাদ জানানো হয়। এ ঘটনাকে পিয়ংইয়ং নিজের বিরুদ্ধে মার্কিন মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন