ওবামার হুঁশিয়ারি হামিদ কারজাইকে
ওবামার হুঁশিয়ারি হামিদ কারজাইকে
ফাইল ছবি
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আমেরিকার সঙ্গে কথিত নিরাপত্তা চুক্তি সই করতে সম্মত না হওয়াায় কাবুলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, 'আফগান সরকারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে' তিনি চলতি বছরের শেষ নাগাদ সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেবেন।
কথিত নিরাপত্তা চুক্তির অজুহাতে আফগানিস্তানের ওপর আসলে সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দিতে চায় মার্কিন সরকার।
ওয়াশিংটন বিএসএ নামক যে চুক্তিটি সই করার জন্য গত এক বছর ধরে কাবুলের ওপর চাপাচাপি করছে তার একটি ধারায় বলা হয়েছে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনারা খুন, ধর্ষণসহ যেকোনো অপরাধই করুক না কেনো আফগান আদালত তার বিচার করতে পারবে না; বরং অভিযুক্ত সেনাকে ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে।
এ শর্ত মেনে নিলেই কেবল ২০১৪ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখা হবে। কিন্তু আফগান প্রেসিডেন্ট কারজাই বলেছেন, তার দেশের জন্য এতবড় অপমানজনক চুক্তিতে তিনি কিছুতেই সই করবেন না।
হোয়াইট হাউজ মঙ্গলবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট কারজাই চুক্তিতে সই না করলে আফগানিস্তান থেকে পরিকল্পিত সেনা প্রত্যাহারের কাজ শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে তিনি হামিদ কারজাইকে টেলিফোন করে জানিয়ে দেন, সব মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু করার জন্য তিনি চুক্তি সইয়ের জন্য অপেক্ষা করতে পারবেন না। তবে দৃশ্যত ওবামার সে হুমকিকে পাত্তা দেননি প্রেসিডেন্ট কারজাই।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন