ইরাকের বারোলে নিহত সন্ত্রাসীদের লাশ ফুরাত নদীতে ফেলে দেয়া হচ্ছে

ইরাকের বারোলে নিহত সন্ত্রাসীদের লাশ ফুরাত নদীতে ফেলে দেয়া হচ্ছে

ইরাক, বারোল, সেনাবাহিনী, আরাকিয়া, ফুরাত, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
ইরাকের বারোল প্রদেশের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস আব্দুয যাইদ বলেছেন, দ্য ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট (আইএসআইএল), সেনাবাহিনী’র সাথে সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের সংখ্যা গোপন করতে নিহতদের লাশ দাফন না করে ফুরাতে ফেলে দিচ্ছে।
আল-আরাকিয়া টিভি চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুয যাইদ বলেছেন : গত কয়েকদিনে নিহত জঙ্গীদের লাশ ফুরাত নদীতে ফেলে দিচ্ছে আইএসআইএল। যাতে এর মাধ্যমে বাবোল প্রদেশের বিভিন্ন সংঘর্ষে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ ঢাকতে পারে।
তিনি বলেন : আইএসআইএল সন্ত্রাসীরা গত কয়েকদিনে বাবোল প্রদেশের উত্তর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। নিরাপত্তা বাহিনী’র সদস্যরা বর্তমানে সন্ত্রাসী এ দলের সদস্যদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে।
তার সংযোজন : বর্তমানে বাবোল প্রদেশের উত্তরাঞ্চলের কোন এলাকাই আইএসআইএল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেই। বিমান বাহিনী’র সহযোগিতায় ইরাকের নিরাপত্তা বাহিনী আইএসআইএল সন্ত্রাসীদেরকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে এবং তারা বর্তমানে পলাতক আইএসআইএল সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন