আমেরিকা ইরানকে হুমকি দিয়ে জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে
আমেরিকা ইরানকে হুমকি দিয়ে জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে
আমেরিকার বিখ্যাত ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রায়ই যুদ্ধের হুমকি দিয়ে মার্কিন সরকার জাতিসংঘের ইশতিহার লঙ্ঘন করছে।
চমস্কি সম্প্রতি ‘হাফপোস্ট লাইভ’-কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ইরানের চারদিকে রয়েছে শত্রু । দেশটির দুই সীমান্তে রয়েছে ইরান-বিদ্বেষী মার্কিন দখলদার পরাশক্তির উপস্থিতি। আর মার্কিন কর্মকর্তা ‘টেবিলে সব অপশন বা সব পথ বাছাইয়ের ব্যবস্থা খোলা রয়েছে’ বলে যুদ্ধের হুমকি দিচ্ছেন।
তিনি এ প্রসঙ্গে আরো বলেছেন, জাতিসংঘ প্রতিষ্ঠা-লগ্নের ইশতিহারেই বল প্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়েছে।
চমস্কি ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলোর বৈধতা ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এমনকি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোতেও বলা হয়েছে যে তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
তেহরান মার্কিন হুমকিগুলোকে প্রচারণা হিসেবে দেখছে এবং এইসব হুমকি নাকচ করার পাশাপাশি বলছে, যে কোনো আগ্রাসী প্রচেষ্টার বিধ্বংসী জবাব দেয়া হবে।
ইসলামী ইরান তার বিরুদ্ধে যুদ্ধের মার্কিন হুমকিগুলোর বিরুদ্ধে জাতিসংঘেও প্রতিবাদ জানিয়ে আসছে।
সম্প্রতি ইরানের একজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা বলেছেন: তার দেশ সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং বিশ্বের বিপ্লবী মুসলমানরা ইসলামের প্রধান শত্রু সাম্রাজ্যবাদী জালিম শক্তি আমেরিকার বিরুদ্ধে লড়াই করার সুযোগকে সৌভাগ্য বলে মনে করে ও সে জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন