মুরসি, ইরানের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তা পাচার করেছেন

মুরসি, ইরানের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তা পাচার করেছেন

মুরসি, ইরান, ফিলস্তিন, লেবানন, মুরসি, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজি
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআএরজিসি’র কাছে রাষ্ট্রীয় গোপনীয়তা পাচার করেছেন।

গোয়েন্দাবৃত্তির অভিযোগে মুরসির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির দ্বিতীয় দিনে এ অভিযোগ করেছেন মিশরের সরকারি কৌঁসুলি তামের আল-ফিরজানি। তিনি দাবি করেছেন, মুরসি এবং ইখওয়ানুল মুসলিমিনের ৩৫ নেতা এসব রাষ্ট্রীয় গোপন তথ্য ইরান, লেবানন ও ফিলস্তিনিদের হাতে তুলে দিয়েছেন। এসব তথ্যের মধ্যে জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্যও রয়েছে।

মামলায় দোষী সাব্যস্ত হলে মুরসি বড় ধরনের শাস্তির মুখে পড়বেন। গত জুলাই মাসে মিশরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি’র নেতৃত্বে সংঘটিত সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসির বিরুদ্ধে অব্যাহতভাবে মামলা দিয়ে চলেছে সরকার। মুরসি ও তার দল ইখওয়ানুল মুসলিমিনকে ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে এসব মামলা দেয়া হচ্ছে বলে ধারণা করা হয়।

এর আগে, ইখওয়ানের অনেক নেতা-কর্মীকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায় কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া, মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন