আমেরিকা পাকিস্তানকে ধ্বংস করতে চায়

আমেরিকা পাকিস্তানকে ধ্বংস করতে চায়

আমেরিকা, পাকিস্তান, গোয়েন্দা, গুল, আফগানিস্তান, রাশিয়া, রুশ, তেহরান, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী
জেনারেল হামিদ গুল
পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা বা আইএসআই’র সাবেক প্রধান জেনারেল হামিদ গুল বলেছেন, আমেরিকা ও তার মিত্ররা পাকিস্তানকে ধ্বংস করতে চায়। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা উস্কে দিয়ে তারা এ কাজ করতে চাইছে।

জেনারল গুল সরাসরি অভিযোগ করেন, আফগানিস্তানের ওপর হামলার অজুহাত তৈরির জন্য ২০০১ সালে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলার ঘটনা সাজানো হয়েছে। কিন্তু আফগানিস্তানে ব্যর্থ হয়েছে আমেরিকা; সেজন্য তারা এখন পাকিস্তানকে ধ্বংস করার চেষ্টা করছে।

শিগগিরি আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নিতে এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পথ অনুসরণ করতে আমেরিকাকে পরামর্শ দেন জেনারেল গুল। ১৯৭০’র দশকে আফগানিস্তানে সেনা আগ্রাসন চালায় রাশিয়া। তবে, সেখান থেকে পরাজয় মেনে নিয়ে ১৯৮৯ সালে সেনা সরিয়ে নিতে বাধ্য হয় রুশ সরকার।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন