আয়াতুল্লাহ রাফসানজানি: তালেবান ইসরাইলের স্বার্থে কাজ করছে
আয়াতুল্লাহ রাফসানজানি: তালেবান ইসরাইলের স্বার্থে কাজ করছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি বলেছেন, মুসলিম দেশগুলোতে সন্ত্রাসীদেরকে ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেয়া যাবে না। ইয়েমেনের সংসদ স্পিকার ইয়াহিয়া আলী আল-রাইয়ির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ রাফসানজানি বলেন, মুসলিম দেশগুলোতে বিরোধ সৃষ্টি ও উগ্রবাদ উস্কে দেয়াই সন্ত্রাসীদের প্রধান উদ্দেশ্য। স্বৈরশাসকদের প্রতি পাশ্চাত্যের সমর্থনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, স্বৈরশাসকরা বিজাতীয়দের সমর্থনকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। আর বিজাতীয়রা সন্ত্রাসী ও উগ্রবাদীদের সমর্থন ও সহযোগিতা দিয়ে ধ্বংসযজ্ঞ ও অনিরাপত্তা সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখতে চায়।
রাফসানজানি বলেন, তালেবানসহ সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করে চলেছে। একইসঙ্গে তিনি ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য বাড়ানোর আহ্বান জানান।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন