মুশাররফ সেনা নন; তার বিচার বেসামরিক আদালতেই হবে
মুশাররফ সেনা নন; তার বিচার বেসামরিক আদালতেই হবে
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলার বিচার কাজ সামরিক আদালতে হবে না বলে জানিয়ে দিয়েছে বিশেষ আদালত। (শুক্রবার) শুনানিতে বিশেষ আদালত এ ঘোষণা দিয়ে আগামী ১১ মার্চ মুশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
একইসঙ্গে বিশেষ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে তা খারিজ করে দেন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। শুনানি শেষে বিচারপতি ফয়সাল আরব জানান, মুশাররফের আবেদন বাতিল করা হয়েছে। এ রিট আবেদনের মাধ্যমে মুশাররফ তার মামলা সামরিক আদালতে নিতে চেয়েছিলেন। তিন সদস্যের বেঞ্চ আরো বলেছে, জেনারেল মুশাররফ এখন আর কোনেভাবেই সেনা সদস্য নন এবং সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রদ্রোহের বিচার বিশেষ আদালতে হতেই পারে।
অন্যদিকে, মুশাররফের আইনজীবী আহমাদ রাজা কাসুরি দাবি করেছেন, বাস্তব অর্থে বিশেষ আদালতে তার মক্কেলের বিচার করার সিদ্ধান্ত ভুল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন