নেতানিয়াহুর প্রতি বিদ্রোহীদের কৃতজ্ঞতা!

নেতানিয়াহুর প্রতি বিদ্রোহীদের কৃতজ্ঞতা!

নেতানিয়াহুর প্রতি বিদ্রোহীদের কৃতজ্ঞতা!

নেতানিয়াহু,  ইসরাইল, সিরিয়া, ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম, জাফর,
আহত বিদ্রোহীদের দেখতে যান নেতানিয়াহু
আহত সন্ত্রাসীদের চিকিৎসা দেয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিরিয়ার একজন বিদ্রোহী নেতা।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের অন্যতম নেতা মুহাম্মাদ বাদিয়ি শুক্রবার ইসরাইলি রেডিওকে বলেছেন, সিরিয়ার বিদ্রোহীরা তাদের আহত সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। বিশেষ করে তিনি আহত বিদ্রোহীদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য হাসপাতালে যাওয়ায় আমরা ধন্য।

সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের চিকিৎসা দেয়ার জন্য অধিকৃত গোলান মালভূমিতে একটি ভ্রাম্যমান হাসপাতাল খুলেছে ইসরাইল। গত ১৮ ফেব্রুয়ারি ওই হাসপাতাল পরিদর্শনে যান নেতানিয়াহু। মুহাম্মদ বাদিয়ি তুরস্কের ইস্তাম্বুল থেকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, সিরিয়ার বিরোধীদের প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রীর এ ব্যক্তিগত সহমর্মিতা সবার কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে।

ইসরাইলের ২ নম্বর নিউজ চ্যানেল সম্প্রতি গোলান মালভূমির একটি ভ্রাম্যমান হাসপাতালের ছবি প্রকাশ করে বলেছে, গত কয়েক মাসে ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে অন্তত ৭০০ সিরিয় বিদ্রোহী।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে পৃষ্ঠপোষকতা দেন বলেই পাশ্চাত্য ও কিছু আরব দেশ সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে দামেস্ক অভিযোগ করে আসছে। ইসরাইলে সিরিয় বিদ্রোহীদের চিকিৎসা দেয়ার ঘটনায় সে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন