সিরিয়া নিয়ে টানাপড়েন, সৌদি গোয়েন্দা প্রধান বরখাস্ত
সৌদি গোয়েন্দা প্রধান বরখাস্ত
সৌদি গোয়েন্দা প্রধান যুবরাজ বান্দার বিন সুলতান
সিরিয়ায় মিশন পালনে ব্যর্থতার দায়ে সরিয়ে দেয়া হয়েছে রাজতান্ত্রিক সৌদি আরবের গোয়েন্দা প্রধান যুবরাজ বান্দার বিন সুলতানকে। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে। এখন থেকে তিনিই দামেস্ক বিষয়ক সৌদি নীতি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
যুবরাজ বান্দার বিন সুলতান ছিলেন তাকফিরি সন্ত্রাসীদের গোঁড়া সমর্থক।
কূটনৈতিক সূত্রে বলা হচ্ছে- সিরিয়া ইস্যুতে নানা অব্যবস্থাপনার জন্য যুবরাজ বান্দারকে সরিয়ে দেয়ার জন্য সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল আমেরিকা।
গত ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে- সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত আরব ও পশ্চিমা গোয়েন্দা প্রধানদের বৈঠকে রিয়াদের পক্ষে অংশ নিয়েছেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে তিনি সিরিয়া নীতি নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের সঙ্গে একান্তে আলোচনা করেন। খবরে আরো বলা হয়েছে-সিরিয়া ইস্যুতে সৌদি রাজা আব্দল্লাহ বিন আব্দুল আজিজের ছেলে এবং ন্যাশনাল গার্ডের প্রধান যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহ বড় রকমের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন।
এ প্রসঙ্গে সৌদি আরবের এক বিশ্লেষকের উদ্ধৃতি দিয়ে মার্কিন ওয়াল স্ট্রিট বলেছে- এখন থেকে সিরিয়া ইস্যুতে বিশ্ব নতুন কৌশল দেখতে পাবে যা হবে তুলনামূলক শান্তিপূর্ণ ও খোলামেলা কিন্তু অনেক বেশি উগ্র নয়। এখন থেকে সামরিক উপায়ের চেয়ে রাজনৈতিক উপায় প্রাধ্যান পাবে বলেও জানান ওই বিশ্লেষক।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন