সোমালিয়ার প্রেসিডেন্ট অল্পের জন্য বেঁচে গেলেন

সোমালিয়ার প্রেসিডেন্ট অল্পের জন্য বেঁচে গেলেন

সোমালিয়া, মুগাদিশুর, গেরিলা , ইমাম হাদী, মহানবী, আহলে বাইত, মুসলমান, জ্ঞান, প্রজ্ঞা, দানশীলতা, সদাচরণ, অধ্যবসায়, জিহাদ, ইমাম, জাফর, সাদিক, যুরারা ইবনে আয়ান, মুহম্মাদ ইবনে মুসলিম, মুমীন তা’ক, হিশাম ইবন আল-হাকাম, আবান ইবনে তাগলিব, হিশাম ইবনে সালিম, নুরাইজ, হিশাম আল-কালরিয়ান নাসাবাহ, জাফর সাদিক, আল্লামা শিবলী নোমানী, হাদিস, ফিকাহ, তাফসীর, মারওয়ান, যায়নুল আবেদীন, ইমাম মাহদী, শিয়া, শেখ সাদুক, মুসা কাজিম, জাফর, হু
গুপ্তহত্যা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মুহাম্মাদ। রাজধানী মুগাদিশুর প্রেসিডেন্ট প্রাসাদে (শুক্রবার) এ হামলা হয়।

সোমালিয়ার পুলিশ কর্মকর্তারা বলেছেন, বোরখা পরে বন্দুকধারীরা এ হামলা চালায়। হামলা থেকে প্রেসিডেন্ট হাসান শেখ বেঁচে গেলেও মারা গেছেন কয়েকজন।

মুহাম্মাদ হোসেইন নামে এক পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকধারীরা একটি গাড়িবোমা নিয়ে হামলায় চালায়। পরে প্রেসিডেন্টের রক্ষী ও বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধের মধ্যেই আরেকটি বিস্ফোরণ শোনা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলায় মোট ১৪ জন মারা গেছে। এর মধ্যে পাঁচজন হচ্ছেন সোমালি সরকারের কর্মকর্তা অথবা সেনা এবং নয়জন হামলাকারী।

হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার আশ-শাহাব গেরিলা গোষ্ঠী।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন