সীমা ছাড়িয়ে গেছে বিরোধী দল: ইউক্রেনের প্রেসিডেন্ট
সীমা ছাড়িয়ে গেছে বিরোধী দল: ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ বলেছেন, সরকারবিরোধীরা সীমা লংঘন করেছে। আজ (বুধবার) সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার গণতান্ত্রিক নীতিকে সরকারবিরোধী নেতারা মেনে চলছেন না। জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়ে তারা সীমা লংঘন করেছেন বলেও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদেরকে আইনের মুখোমুখি করা হবে। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের হামলায় সাত পুলিশ নিহত হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিলেন দেশটির প্রেসিডেন্ট।
পুলিশ বাহিনী সরকারবিরোধী বিক্ষোভ অবসানের জন্য সময়সীমা বেধে দেয়ার পর গতকাল সংঘর্ষ শুরু হয়। পুলিশ এ সময় স্বাধীনতা চত্বরে জমায়েত বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের ওপর পেট্রোল বোমা ও পাথর মেরে তার জবাব দেয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন