ইরানি পরমাণু স্থাপনায় যে কোন হামলার জবাব হবে ভয়াবহ
ইরানি পরমাণু স্থাপনায় যে কোন হামলার জবাব হবে ভয়াবহ
ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি বলেছেন, ইরানি পরমাণু স্থাপনায় যে কোন হামলার জবাব হবে ভয়াবহ।
তিনি আরো বলেছেন, ইরানে বড় ধরনের দীর্ঘ মেয়াদি স্থল হামলা করতে ভয় পায় শত্রুরা। এ কারণে তারা ইরানের স্পর্শকাতর পরমাণু স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করার কথা ভাবছে। ইরানে হামলার আশঙ্কা রয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের আশঙ্কা নেই।
সম্প্রতি আমেরিকার কয়েক জন নেতা ও কর্মকর্তা পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলাসহ সব ব্যবস্থা খোলা রাখার হুমকি দিয়েছেন।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে সব ব্যবস্থা খোলা রাখার কথা বলে তা নিতান্তই একটা কৌতুক। তিনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন, পশ্চিম এশিয়ার মধ্যে ইরান হচ্ছে সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ এবং তার বিদেশি কোনো অস্ত্রের প্রয়োজন নেই।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন