আমেরিকা তালেবানের সঙ্গে বন্দি বিনিময় করতে চায়
আমেরিকা তালেবানের সঙ্গে বন্দি বিনিময় করতে চায়
বো বার্গডাল
মার্কিন সরকার আফগানিস্তানের তালেবানের সঙ্গে বন্দি বিনিময়ে করতে চায় বলে খবর পাওয়া গেছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তালেবানের হাতে আটক মার্কিন সেনাবাহিনীর সার্জেন্ট বো বার্গডালকে (Bowe Bergdahl) ছাড়িয়ে নেয়ার জন্য এ চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন।
কিউবার গুয়ান্তানামো বে’র নির্যাতন শিবির থেকে কয়েকজন তালেবান বন্দিকে মুক্তি দিয়ে বার্গডালকে মুক্ত করতে চায় আমেরিকা। ২০০৯ সালে তালেবানের হাতে বার্গডাল আটক হন। তাকে ছাড়িয়ে নিতে গুয়ান্তানামো থেকে পাঁচ তালেবান বন্দিকে মুক্তি দেবে মার্কিন সরকার।
একটি কথিত তালেবান সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, সার্জেন্ট বার্গডাল পাকিস্তানে হক্কানি নেটওয়ার্কের কাছে বন্দি রয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গত মাসে জানিয়েছিল, তারা বার্গডালের এমন একটি নতুন ভিডিও হাতে পেয়েছে যা থেকে প্রমাণিত হয় তিনি এখনও বেঁচে আছেন।
পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি গত শুক্রবার বলেন, মার্কিন সেনাকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই বাদ রাখবে না ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, তালেবানের সঙ্গে বন্দি বিনিময়ের এ আলোচনায় আফগানিস্তানের ভবিষ্যত প্রসঙ্গটি স্থান পাবে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন