আসাদ সমর্থকদের দায়িত্ব নিতে হবে সংলাপ ব্যর্থ হলে
আসাদ সমর্থকদের দায়িত্ব নিতে হবে সংলাপ ব্যর্থ হলে
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখার বিষয়ে রাশিয়ার প্রচেষ্টার সমালোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জন কেরি। জেনেভায় সিরিয়া সমস্যার সমাধানের বিষয়ে দু’দিনব্যাপী আলোচনা শেষে করে এ সমালোচনা করেন। এবারের আলোচনাও কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
কেরি বলেছেন, “সমাধানের অংশ হতে হবে রাশিয়াকে কিন্তু তারা তা না হয়ে বরং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অস্ত্র ও নানা রকম সহায়তা দিয়ে আরো শক্তিশালী করছে।”
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় (সোমবার) সাংবাদিকদের এসব কথা বলেছেন জন কেরি।
কেরি সতর্ক করে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থকদের উচিত তাকে পদত্যাগের জন্য চাপ দেয়া তা না হলে সংলাপ ব্যর্থ হওয়ার দায়-দায়িত্ব তাদেরকে নিতে হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন