পাকিস্তানকে সীমান্তরক্ষী অপহরণের দায় নিতে হবে

পাকিস্তানকে সীমান্তরক্ষী অপহরণের দায় নিতে হবে

পাকিস্তান,  ইরান , জেইশুল, ইসলামাবাদ, বালুচিস্তান, তেহরান
আব্দুররেজা রাহমানি ফাজলি
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রাহমানি ফাজলি বলেছেন, তার দেশের সীমান্তরক্ষী অপহরণের দায় পাকিস্তানকে নিতে হবে। তিনি আজ তেহরানে বলেছেন, সীমান্তরক্ষীদের সতর্ক প্রহরার জন্য সন্ত্রাসীরা ইরানে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করতে পারছে না বলে ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে।

সম্প্রতি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা ইরান থেকে পাঁচ সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে গেছে। এ অপহরণের দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী জেইশুল আদল বিবৃতিও দিয়েছে। তারা এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে যেখানে পাঁচ ইরানি সীমান্তরক্ষীর পেছনে মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেছেন, সীমান্তবর্তী এলাকা থেকে একটি দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহৃত হলে সীমান্তের ওপারের দেশটি তার দায় এড়াতে পারে না। তিনি বলেন, “আমরা এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানকে দায়ী করছি এবং এ দেশটিকে অবশ্যই এর জবাব দিতে হবে।”

রাহমানি ফাজলি জানান, তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত নুর মোহাম্মাদ জাদমানিকে তলব করে এ ব্যাপারে ইরানের ক্ষোভ জানিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া, বিষয়টি নিয়ে আলোচনার জন্য অচিরেই একটি ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদ সফরে যাচ্ছে।

এর আগে ২০১৩ সালের ২৫ অক্টোবর পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীরা ১৪ জন ইরানি সীমান্তরক্ষীকে হত্যা করে। ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের সারাভান শহরে চালানো ওই হামলায় অপর ছয় সীমান্তরক্ষী আহত হন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন