মার্কিন নৌবাহিনী চীনা সাবমেরিন থেকে পরমাণু হামলার আশঙ্কা করছে

মার্কিন নৌবাহিনী চীনা সাবমেরিন থেকে পরমাণু হামলার আশঙ্কা করছে

মার্কিন,  সাবমেরিন , পরমাণু, আমেরিকা, নৌবাহিনী, চীন, মহাসাগর, তেহরান
চীনের নয়া সাবমেরিনগুলো আমেরিকার আলাস্কা ও হাওয়াই অঙ্গরাজ্যে পরমাণু হামলা চালাতে সক্ষম। চীনের এ সক্ষমতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌ-গোয়েন্দা দপ্তর (ওএনআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর থেকেই পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত চীনের 'জিন' ক্লাসের নয়া সাবমেরিনগুলো উত্তর প্রশান্ত মহাসাগরে টহল শুরু করবে। ওই সব সাবমেরিনের সাহায্যে সেখান থেকেই আমেরিকার আলাস্কা ও হাওয়াইসহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে পরমাণু হামলা চালাতে পারবে চীন। মার্কিন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জেসে কারোটকিন এ বিষয়গুলো লিখিতভাবে আমেরিকা-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনকে জানিয়েছেন।

তিনি বলেছেন, একুশ শতকের শুরুতেই চীনের নৌবাহিনী একটা বড় শক্তিতে পরিণত হয়েছে। গত ১৫ বছরে তাদের নৌবাহিনীতে ব্যাপক আধুনিকায়ন হয়েছে এবং তারা উন্নত প্রযুক্তির অধিকারী হয়েছে।
মার্কিন কর্মকর্তারা আরো জানিয়েছেন, চীন একটি ‘ব্লু-ওয়াটার নেভি’ গঠন করছে,যা মহাসাগরগুলোতে নানা অভিযান চালাতে পারবে।

চীন দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের যে উদ্যোগ নিয়েছে তাতেও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সামরিক বাহিনীর খবরাখবর প্রকাশকারী পত্রিকা স্টার্স এন্ড স্ট্রিপস আজ এক প্রতিবেদনে জানিয়েছে, "কয়েক দশক ধরে সারাবিশ্বের পানিসীমার ওপর মার্কিন নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু চীন দ্বিতীয় বিমানবাহী রণতরী নির্মাণের উদ্যোগ নিয়ে মার্কিন নৌবাহিনীর সেই আধিপত্যের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।"
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন