মিশরের নতুন প্রেসিডেন্ট হবেন সিসি’ই

মিশরের নতুন প্রেসিডেন্ট হবেন সিসি’ই

হোসনি মুবারক , প্রেসিডেন্ট, মিশর, কায়রো, নারী, প্রতিরক্ষামন্ত্রী, কুয়েত, ইন্টারনেট
(কুয়েতি নারী সাংবাদিক ফাজের-এর সঙ্গে মোবারকের ছবি (ফাইল ফটো
মিশরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারক দাবি করেছেন, সেনা প্রধান ‘আবদুল ফাত্তাহ আল সিসি’ই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট, কারণ মিশরিয়রা তাকে চায়।

কায়রোয় সশস্ত্র বাহিনীর হাসপাতালে এক সাক্ষাতকারে এই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক স্বৈরশাসক।

নারী সাংবাদিক ফাজের আল সায়িদকে দেয়া এই সাক্ষাতকারে মোবারক বলেন, জনগণ সিসিকে চায় এবং জনগণের ইচ্ছাই বিজয়ী হবে।

উল্লেখ্য, মুবারকও ছিলেন মিশরের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী। ৩০ বছর ক্ষমতায় থাকার পর তিন বছর আগে তিনি ক্ষমতাচ্যুত হন।

পারস্য উপসাগরীয় দেশগুলোর শাসকদের প্রতি অভিমান করে মুবারক বলেন, তিন বছর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই দেশগুলোর কোনো শাসকই তার সঙ্গে যোগাযোগ করেননি এবং এমনকি তার স্বাস্থ্যেরও খোঁজ-খবর নেননি।

তবে তিনি এখনও (তার ভাষায়) ‘মিশর ও এর জনগণের প্রতি অব্যাহত সমর্থনের জন্য ‘আরব আমিরাতের রাজা শেখ জায়েদ বিন সুলতান আন নাহিয়ান ও তার সন্তানদের প্রতি ‘কৃতজ্ঞতা ও শ্রদ্ধা অনুভব করেন’ বলে জানান।

কুয়েতের ওই নারী সাংবাদিক এই ইঙ্গিত দিয়েছেন যে মুবারক তার এই সাক্ষাতকারে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য বা রহস্য ফাঁস করেছেন।

তিনি ইন্টারনেট-ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক টুইটারে লিখেছেন: কুয়েতে (ইরাকের সাদ্দামের) হামলার বিষয়ে মোবারকের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য যা (ওই ঘটনার) আগে ও পরে কখনও ফাঁস হয়নি।

মুবারক এই সাক্ষাতকারে আরো বলেছেন: হত্যা মামলায় জড়িত থাকার বিষয়ে আদালত তার নির্দোষ হওয়ার বিষয়টি ঘোষণা করার পর পরই তিনি ওমরাহ হজ্ব করতে যাবেন আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য এবং কুয়েতসহ পারস্য উপসাগরীয় রাজা-বাদশাহদের শাসনাধীন দেশগুলো সফর করবেন বন্ধুদের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন