আমেরিকার ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা নেই

আমেরিকার ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা নেই

আমেরিকা, ইসলামি প্রজাতন্ত্র , খামেনেয়ী, ইসলামি বিপ্লব , ইমাম খোমেনী , ইমাম, খোমেনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের শাসনব্যবস্থা পরিবর্তন করার ক্ষমতা আমেরিকার নেই। মার্কিনিরা ‘ইরানের সরকারব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না’ বলে যে দাবি করে তা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়। কারণ, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করার সুযোগ পেলে তারা এক মুহূর্ত দেরি করবে না।

ইরানে বর্তমানে ইসলামি বিপ্লব বিজয়ের ৩৫তম বার্ষিকীর ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপিত হচ্ছে। আজ শনিবার ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)এর প্রতি ইরানের বিমান বাহিনীর আনুগত্য ঘোষণার বার্ষিকী। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের চূড়ান্ত বিজয় হলেও ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনী বিপ্লবের আদর্শের প্রতি একাত্মতা ঘোষণা করেছিল।

এ উপলক্ষে ইরানের বিমান বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডাররা আজ তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেন। বিমান বাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেয়া ভাষণে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, আল্লাহর ওপর পরিপূর্ণ নির্ভরতা এবং ইরানি জনগণের ঐক্যের ওপর ভিত্তি করে ইসলামি শাসনব্যবস্থা টিকে থাকবে বহুকাল। তিনি বলেন, একজন প্রেসিডেন্ট এসে সরকারের কৌশল পরিবর্তন করতে পারেন, কিন্তু ইসলামি শাসনব্যবস্থার মূলনীতিগুলো অটুট ও অপরিবর্তীয় থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দাম্ভিক শক্তিগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কোনোকিছু অর্জিত হবে না। এসব শক্তির হস্তক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উন্নতি ও অগ্রগতি ব্যহত হচ্ছে।

তিনি আরো বলেন, ইরান স্বাধীনচেতা জাতি হিসেবে টিকে থাকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে গোটা বিশ্বের বিরুদ্ধে ‘শত্রুতা’ হিসেবে দেখতে চাইলে ভুল করা হবে। স্বাধীনতার অর্থ হচ্ছে দাম্ভিক শক্তিগুলোর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বলদর্পী শক্তিগুলো তাদের অশুভ লক্ষ্য হাসিল করার জন্য বিশ্বের বাকি দেশগুলোর স্বাধীনতা ও সম্মান পদদলিত করতে চায়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন