ইরানকে নিয়ে আলোচনার প্রস্তাব দিল আমেরিকা
ইরানকে নিয়ে আলোচনার প্রস্তাব দিল আমেরিকা
জন কেরি (বামে) ও সের্গেই ল্যাভরভ
সিরিয়ার চলমান সহিংসতা নিরসনে ইরানকে নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে আমেরিকা। এ জন্য মার্কিন কর্মকর্তারা একটি আলোচক গ্রুপ তৈরির কথা বলছেন। এ গ্রুপ জেনেভা-২ সম্মেলনের সমান্তরালে সিরিয়া ইস্যুতে আলোচনার কাজ এগিয়ে নেবে।
জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আলোচনার সময় এ প্রস্তাব আসে। রুশ পত্রিকা কোমেরসান্তের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইতাস-তাস এ খবর দিয়েছে।
প্রস্তাবে আমেরিকা বলেছে, সিরিয়া সমস্যা সমাধানের জন্য পাঁচ দেশের সমন্বয়ে একটি আলোচক গ্রুপ তৈরি করা যায়। এ গ্রুপে থাকবে আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক এবং ইরান। কোমেরসান্ত জানিয়েছে, রাশিয়া এ প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন