ওয়াশিংটন-কাবুল নিরাপত্তা চুক্তির প্রতি আব্দুল্লাহর সমর্থন
ওয়াশিংটন-কাবুল নিরাপত্তা চুক্তির প্রতি আব্দুল্লাহর সমর্থন
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আমেরিকার সঙ্গে প্রস্তাবিত নিরাপত্তা চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আফগানিস্তানের এই প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই ওয়াশিংটন-কাবুল নিরাপত্তা চুক্তির প্রতি সমর্থন জানিয়ে দাবি করেছেন, এ চুক্তি নিরাপত্তা নিয়ে আফগান জনগণের উদ্বেগের অবসান ঘটাতে পারবে। তিনি আরো দাবি করেন, বিশ্বের দেশগুলোর সঙ্গে সহযোগিতা বজায় রাখা আফগানিস্তানের জন্য খুবই জরুরি এবং অর্থনৈতিক, প্রযুক্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা বজায় রাখার বিষয়টি নির্ভর করছে আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তির ওপর।
এদিকে, আফগানিস্তানের জনগণ ও বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন ওয়াশিংটন-কাবুল নিরাপত্তা চুক্তিকে সেদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে। তাদের মতে, আমেরিকা এ চুক্তির মাধ্যমে আসলে আফগানিস্তানে তাদের অবৈধ উপস্থিতিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।
আফগানিস্তানে তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচনী প্রচারণা গতকাল থেকে শুরু হয়েছে। এর আগে ২০০৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। নির্বাচনে হেরে গিয়ে তিনি কারজাইয়ের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন