ইসরাইল সমর্থন হারাচ্ছে: ব্রিটেন
ইসরাইল সমর্থন হারাচ্ছে: ব্রিটেন
(ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু গোল্ড (ডানে
অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় অবৈধ বসতি নির্মাণ ইস্যুতে ইহুদিবাদী ইসরাইল একঘরে হয়ে পড়বে বলে মন্তব্য করেছে ব্রিটেন। তেল আবিবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু গোল্ড এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, “আমি উদ্বিগ্ন যে, আগামী পাঁচ বছর পর ইসরাইল জেগে উঠবে কিন্তু তখন দেখবে আন্তর্জাতিক অঙ্গনে তার খুব বেশি বন্ধু নেই।”
ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, “মনোভাব বদলে যাচ্ছে এবং ইসরাইল সমর্থন হারাচ্ছে। আমি ব্রিটিশ সংসদের দিকে তাকিয়ে দেখেছি, গণমাধ্যমের দিকে তাকিয়ে দেখেছি -এসব জায়গায় পরিবর্তন এসেছে। তবে এটা সুনামি নয়; সময় নিয়ে ধীরে ধীরে এ পরিবর্তন ঘটবে। কিন্তু ইসরাইল যদি এখনই এটা বন্ধ করার পদক্ষেপ না নেয় তাহলে বড় বেশি দেরি হয়ে যাবে, তখন তা ঠিক করা কঠিন হবে।”
ম্যাথু গোল্ড হচ্ছেন ইসরাইলে নিযুক্ত ব্রিটেনের প্রথম ইহুদি রাষ্ট্রদূত।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইসরাইলের ব্যাংকে রাখা পেনশন তহবিলের অর্থের বিষয়ে যখন তেল আবিবের ওপর চাপ আসার খবর পাওয়া যাচ্ছে তখন ব্রিটিশ রাষ্ট্রদূত এসব কথা বললেন। ইউরোপের বহু দেশ ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের জন্য চাপ দিয়ে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন