ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধের হুমকি দিল নয়াদিল্লি

ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধের হুমকি দিল নয়াদিল্লি


নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে বিবস্ত্র করে হেনস্তার প্রতিবাদে আরও একধাপ কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত৷ আগামী ১৬ জানুয়ারি থেকে ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধের হুমকি দিল নয়াদিল্লি৷

খোবড়াগাড়ে গ্রেফতারের ঘটনায় ১৩ জানুয়ারি নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট কোর্টে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে৷ শুনানি শেষে মার্কিন আদালতের রায়ের ওপরই নির্ভর করছে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের পরবর্তী পর্যায়৷ শুনানির ঠিক আগেই ভারত জানিয়ে দিল- খোবড়াগাড়ে হেনস্তার জেরে আমেরিকার সঙ্গে কোনোরকম বাণিজ্যিক সম্পর্কই রাখতে উত্সাহী নয় ভারত৷

এরইমধ্যে ভারতের পক্ষ থেকে মার্কিন দূতাবাসকে জানিয়ে দেয়া হয়েছে, আমেরিকান কমিউনিটি সাপোর্ট অ্যাসোসিয়েশনের অধীন সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেয়া হবে৷

ভারতীয় কূটনীতিককে গ্রেফতারের প্রতিবাদে নয়াদিল্লি এর আগেও কয়েকটি পাল্টা ব্যবস্থা নিয়েছে। দিল্লির মার্কিন দূতাবাসের চারপাশ থেকে নিরাপত্তা বলয় তুলে নেয়া হয়েছে, ভারত সফররত একটি মার্কিন প্রতিনিধিদলকে তিরস্কার করা হয়েছে এবং দিল্লিতে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিমানবন্দরের বিশেষ পাস প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মার্কিন দূতাবাসের জন্য মদসহ সব ধরনের জিনিসপত্র আমদানি ছাড়পত্র বন্ধ করে দিয়েছে সরকার।

নয়াদিল্লি ক্ষমা চাইতে বললেও মার্কিন সরকার তা অস্বীকার করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, ‘‘তার বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর ও স্পষ্ট। তাই পিছু হঠার কোনো প্রশ্ন নেই। আইন তার নিজস্ব পথেই চলবে।’’
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন