নিরাপত্তা পরিষদে সিরিয়া-বিরোধী বিবৃতি আটকে দিল রাশিয়া

নিরাপত্তা পরিষদে সিরিয়া-বিরোধী বিবৃতি আটকে দিল রাশিয়া


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া-বিরোধী একটি বিবৃতি আটকে দিয়েছে রাশিয়া।

সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটিতে সরকারি বাহিনীর হামলার বিরুদ্ধে এ বিবৃতিতে নিন্দা জানানোর কথা বলা হয়েছিল। জাতিসংঘ প্রতিনিধিদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

জাতিসংঘের কূটনৈতিক সূত্রগুলো বলছে- ওই বিবৃতিতে আলেপ্পো শহরের ওপর সরকারি হামলার কোনো কথা থাকতে পারবে না বলে রুশ প্রতিনিধিদল চাপ সৃষ্টি করে। তবে, নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত এ বিষয়ে একমত হতে ব্যর্থ হয় এবং অচলাবস্থা দেখা দেয়। রাশিয়া এ বিষয়ে পরে কোনো মন্তব্য করেনি।

এর আগে, আলেপ্পোয় সরকারি বাহিনীর বোমা হামলার বিরুদ্ধে গত ১৯ ডিসেম্বর একটি নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ওই নিন্দা প্রস্তাবে বলা হয়েছিল- আসাদ সরকার বেসামরিক নাগরিকদের ওপর ব্যারেল বোমা হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন রাজনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য আগামীকাল মস্কো সফরে যাবেন। ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি মস্কো ছাড়াও জেনেভা ও প্যারিস সফর করছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন