দক্ষিণ কোরিয়ায় সেনা ও ট্যাংক মোতায়েন করবে ওয়াশিংটন

দক্ষিণ কোরিয়ায় সেনা ও ট্যাংক মোতায়েন করবে ওয়াশিংটন


(মার্কিন সেনা (ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ায় আরো সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে কোরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

গতকাল পেন্টাগন জানায়, নতুন এ বাহিনীতে থাকবে আটশ’ সেনা ও ‘এম ওয়ান এ টু’ আব্রাহাম যুদ্ধবাজ ট্যাংক। মার্কিন ক্যাভ্যালরি ডিভিশন থেকে এ বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্কিন কর্নেল স্টিভ ওয়ারেন জানান, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য প্রতিষ্ঠায় এসব সেনা পাঠানো হচ্ছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষার জন্য দেয়া প্রতিশ্রুতি।”

কোরিয়ার গিয়োনজি প্রদেশের বেসামরিক অঞ্চলের দক্ষিণে নতুন এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। এ অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে।

মার্কিন সেনারা সেখানে নয় মাস থাকবে বলে জানান পেন্টাগন মুখপাত্র। উত্তর কোরিয়ার পরমাণু সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা এবং দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী ফুফার মৃত্যু কার্যকর করার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার অজুহাতে আরো মার্কিন সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন