কারবালার ঘটনায় কোন কোন সাহাবী শহীদ হয়েছিলেন?
কারবালায় ইমাম হুসাইন (আ.) এর সাথে কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর যে ৫ জন সম্মানিত সাহাবী শহীদ হয়েছিলেন তারা হলেন : (১) আনাস বিন হারাস কাহেলী; সকল ঐতিহাসিক তার কথা উল্লেখ করেছেন।
কারবালার ঘটনায় কোন কোন সাহাবী শহীদ হয়েছিলেন?
এস, এ, এ
কারবালায় ইমাম হুসাইন (আ.) এর সাথে কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর যে ৫ জন সম্মানিত সাহাবী শহীদ হয়েছিলেন তারা হলেন :
(১) আনাস বিন হারাস কাহেলী; সকল ঐতিহাসিক তার কথা উল্লেখ করেছেন।
(২) হাবিব ইবনে মাযাহের আসাদি; ইবনে হাজার তার নাম উল্লেখ করেছেন।
(৩) মুসলিম বিন আওসাজা; ইবনে সায়াদ তার তাবাকাত গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন।
(৪) হানি ইবনে উরওয়া মুরাদি; (কুফায় শহীদ হন) সকল ঐতিহাসিক তার বয়স ৮০ অধিক উল্লেখ করেছেন।
(৫) আব্দুল্লাহ ইবনে ইয়াকতুর হিমইয়ারী; ইবনে হাজারের ভাষ্যমতে তিনি ছিলেন ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এর সমবয়সী।
নতুন কমেন্ট যুক্ত করুন