আফগানিস্তানের হেরাতে বিভিন্ন অপরাধের দায়ে ৯০ ব্যক্তির মৃত্যুদণ্ড

আফগানিস্তানের হেরাতে বিভিন্ন অপরাধের দায়ে ৯০ ব্যক্তির মৃত্যুদণ্ড


আফগানিস্তানের হেরাত প্রদেশের আপিল আদালতের প্রধান বিচারপতি সাইয়্যেদ আব্দুল গাফ্‌ফার জাবির গত নয় মাসে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯০ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আপিল আদালতের ওই বিচারপতি এ খবর জানিয়ে বলেছেন, ৫০ বন্দীর বিচার চূড়ান্ত হয়েছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো ৪০ ব্যক্তির রায় রিভিউ'র কাজ চলছে।

তিনি আরো বলেছেন, সাজাপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, হেরাত প্রদেশে নারীদের ওপর সহিংস আচরণের দায়ে এ পর্যন্ত ৮৫ জনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করার কাজ শেষ হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন