ফেসবুকে নিজের ছবি দেখে আত্মহত্যা করল ইরাকি বালিকা

ফেসবুকে নিজের ছবি দেখে আত্মহত্যা করল ইরাকি বালিকা


সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেস বুকে নিজের ছবি প্রকাশিত হতে দেখে আত্মহত্যা করেছে এক ইরাকি বালিকা।

১৬ বছরের এক ইরাকি তরুণ ওই ছবি ফেসবুকে প্রকাশ করায় মেয়েটি আত্মহত্যা করেছে। আর ওই ছবি প্রকাশের অপরাধে ইরাকের আদালত তরুণটিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

সুমিরিয়া বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলে অবস্থিত জিইকার প্রদেশের ওই তরুণকে এই ছবি প্রকাশের জন্য এক বছর কারাদণ্ড প্রদেশটির আপিল আদালত।

ওই সূত্র আরো বলেছে, আন নাসিরেহ শহরের ওই তরুণকে বালিকার ছবি প্রকাশের দায়েই এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে অতীতে প্রকাশিত রায়ে, বালিকার আত্মহত্যার জন্য তরুণের বিরুদ্ধে এই রায় দেয়া হয়নি।

এর আগে গত ২৮ শে আগস্ট একই প্রদেশের অন্য এক আদালত ফেস বুকে এক বালিকার ছবি প্রকাশের অপরাধে তাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন