মিয়ানমারে নিপীড়নমূলক আইন প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ

মিয়ানমারে নিপীড়নমূলক আইন প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ


ফাইল ছবি
মিয়ানমারে নিপীড়নমূলক আইন প্রত্যাহার ও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হয়রানি বন্ধের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীরা দেশটির প্রধান শহর ইয়াংগুনের সিটি হলের সামনে প্রায় দু’ঘন্টা অবস্থান করেন।

এ সময় তারা ‘জনগণকে পূর্ণ অধিকার দিন’ এবং ‘স্বাধীনতা চাই’ বলে স্লোগান দেন।

মিয়ানমার সরকার গত ৩১ ডিসেম্বর জানিয়েছিল, তারা এক সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে সর্বশেষ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। কিন্তু আজকের বিক্ষোভের আয়োজকরা অভিযোগ করেছেন, এখনো প্রায় ৩৫ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়নি। একজন আয়োজক বলেছেন, তারা আর রাজনৈতিক কারণে আটকাদেশ সহ্য করবেন না।

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন দেশে রাজনৈতিক সংস্কার আনার দাবি করে পাশ্চাত্যের সমর্থন আদায় করেছেন এবং এরইমধ্যে তার দেশের ওপর থেকে প্রায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়ে নিতে পেরেছেন।

কিন্তু পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক সংস্কার নয়, বরং রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়ে পাশ্চাত্যের সমর্থন আদায় করেছেন থেইন সেইন। ২০১২ সালে দেশটির রাখাইন (সাবেক আরাকান) প্রদেশে সরকার সমর্থিত মুসলিম বিরোধী দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত ও লক্ষাধিক নিরপরাধ মুসলমান শরণার্থীতে পরিণত হয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন