সব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা হবে: ইরাকি প্রধানমন্ত্রী মালিকি

সব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা হবে: ইরাকি প্রধানমন্ত্রী মালিকি


সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের প্রতিরোধ
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি তার দেশের আল-আনবার প্রদেশ থেকে সব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সদস্যরা প্রদেশটির দু’টি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।

মালিকি শনিবার বাগদাদে বলেন, “সব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করে আনবার প্রদেশে আমাদের জনগণকে মুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে।”

গত কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর শুক্রবার আনবার প্রদেশের ফালুজা ও রামাদি শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে আল-কায়েদা গোষ্ঠী। বর্তমানে ইরাকের সেনাবাহিনী ও স্থানীয় সুন্নী উপজাতীয় জনগোষ্ঠীর সম্মিলিত বাহিনী আল-কায়েদাকে উতখাতের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছেন। শনিবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় আট ইরাকি সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবারের সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয় এবং এসব নিহত ব্যক্তির বেশিরভাগই ছিল সন্ত্রাসী।

গত সোমবার রামাদিতে সেনাবাহিনী সরকার বিরোধীদের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিলে এ সংঘর্ষ শুরু হয়। এরপর রামাদির নিকটবর্তী ফালুজা শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী শহর দু’টি কোনো কোনো এলাকা ছেড়ে চলে আসতে বাধ্য হয়। তবে বর্তমানে শহর দু’টির নিয়ন্ত্রণ সরকারের হাতে নিয়ে আসার লক্ষ্যে সেনা অভিযান চলছে এবং এ কাজে সরকারি বাহিনী সহযোগিতা করছে স্থানীয় অধিবাসীরা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন