ইরানের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক চায় পাকিস্তান: পাক মুখপাত্র
ইরানের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ক চায় পাকিস্তান: পাক মুখপাত্র
তাসনিম আসলাম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম আজ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। তিনি এ সম্পর্ককে আরো মজবুত করার ওপর জোর দিয়েছেন।
আফগানিস্তান প্রসঙ্গে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তিনি আশা করেন ২০১৪ সাল হবে সেদেশে শান্তি ও নিরাপত্তার বছর এবং চলমান যুদ্ধেরও অবসান ঘটবে।
তাসনিম আসলাম উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর ফলে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তিনি অব্যাহত ড্রোন হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং পাকিস্তানের জাতীয় স্বাধীনতা ও সার্বভৗমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে অবিলম্বে এ হামলা বন্ধের আহবান জানিয়েছেন। পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বহুবার বলেছেন, ড্রোন হামলার ফলে কেবল বেসামরিক মানুষ নিহত হচ্ছে এবং ওয়াশিংটনের সন্ত্রাসবাদ নির্মূলের দাবি ডাহা মিথ্যা।
পাকিস্তান সরকার জানিয়েছে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা উপজাতি অধ্যুষিত এলাকায় ৩৪০ বারের বেশি হামলা চালিয়েছে এবং এতে ৩৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় আসার পর পাকিস্তানে হামলার পরিমাণ বহুগুণে বেড়ে গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন