মোগাদিশুতে ধারাবাহিক বোমা হামলা: নিহত ১১ আহত ১৭
মোগাদিশুতে ধারাবাহিক বোমা হামলা: নিহত ১১ আহত ১৭
মোগাদিশুরু জাযিরা হোটেল; এর কাছেই বিস্ফোরণগুলো ঘটে
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পরপর তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে। নগরীর জাযিরা হোটেলের কাছে বুধবার রাতে বোমা হামলাগুলো চালানো হয়। সরকারি কর্মকর্তাদের আবাসস্থল বলে পরিচিত ওই এলাকা সাধারণত কঠোর নিরাপত্তার আওতায় থাকে।
সোমালিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির আব্দিরহমান জানিয়েছেন, তারা ১১টি লাশ ও ১৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন।
প্রথম দু’টি বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে। এগুলো আরো জানিয়েছে, অন্তত একটি বোমা হোটেলটির কাছে একটি গাড়িতে পেতে রাখা হয়েছিল। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাব মোগাদিশুতে বেশ কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছে।
বোমা হামলাগুলোর একদিন আগে মঙ্গলবার আশ-শাবাব এক রেডিও বার্তায় সরকারি ভবনের পাশাপাশি বিদেশিদের মালিকানাধীন এলাকাগুলোতে না যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। এ গোষ্ঠীর একজন কমান্ডার বলেন, সোমালিয়ার রাজধানীতে অচিরেই হামলা চালানো হবে। তবে হামলা চালানোর পর আশ-শাবাবের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি বা তারা ঠিক কাকে উদ্দেশ্য করে হামলা চালিয়েছে তাও জানা যায়নি।
সোমালিয়ায় চলতি জানুয়ারি মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সহিংসতা বেড়ে গেছে। গত শুক্রবার মোগাদিশুতে প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে এক বোমা হামলায় একজন সংসদ সদস্য ও তার গাড়ি চালক নিহত হন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন