তীব্রতর হচ্ছে ইসরাইলের অভ্যন্তরীণ সংকট: বিশেষজ্ঞদের হুঁশিয়ারি
তীব্রতর হচ্ছে ইসরাইলের অভ্যন্তরীণ সংকট: বিশেষজ্ঞদের হুঁশিয়ারি
ইহুদিবাদী ইসরাইলের সমাজ কল্যাণমন্ত্রী মইয়ের কুহেন বলেছেন, ইসরাইলে দারিদ্রতা ও অভ্যন্তরীণ সামাজিক সংকট তীব্রতর হচ্ছে। তিনি গতকাল ইসরাইলে দারিদ্রতার সংখ্যা চারগুণ বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, অন্য সব সমস্যার চাইতে দারিদ্রতা ইসরাইলের জন্য সবচেয়ে মারাত্মক সংকট হিসেবে দেখা দিয়েছে। শিশু স্বাস্থ্য পরিষদের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর ইসরাইলের সমাজ কল্যাণমন্ত্রী এ কথা বলেছেন।
ইসরাইলের প্রেসিডেন্ট শিমোন প্যারেজের কাছে উত্থাপিত শিশু স্বাস্থ্য বিষয়ক পরিষদের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের এক তৃতীয়াংশ শিশু দারিদ্র জীবনযাপন করছে। অন্যদিকে, ইসরাইলের আরেকটি সূত্র জানিয়েছে, গেল বছরে ইসরাইলের অর্থনৈতিক অগ্রগতি হ্রাস পেয়েছে। এ ব্যাপারে ইসরাইলের পরিসংখ্যান দফতর থেকে বলা হয়েছে, গত বছর ইসরাইলের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৩৩ শতাংশ কমে গেছে এবং ২০০৯ সাল থেকে বর্তমানে এ হার সর্বনিম্নে।
এদিকে, ইসরাইলের পুলিশ বিভাগের প্রধান ইউহান্না দানিনো বেকারত্বের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এর ফলে ফের ইসরাইলের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হতে পারে। ইউহান্না দানিনো আইনজীবীদের এক সমাবেশে বলেছেন, ২০১১ সালের গ্রীষ্মে ইসরাইলি নাগরিকরা যেমন ব্যাপক বিক্ষোভ করেছিল ঠিক তেমনি বেকারত্ব বেড়ে যাওয়ার ফলে ফের সেই ধরনের বিক্ষোভ শুরু হতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলে অর্থনৈতিক সংকট তীব্রতর হওয়ার কারণে সেখানে আত্মহত্যা ও নিজ শরীরে অগ্নি সংযোগের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে জীবন মান কমে যাওয়ায় এবং সামাজিক বৈষম্যের প্রতিবাদে আত্মহত্যার মত ঘটনা ঘটছে। গত কয়েক বছরে ইসরাইলের বিভিন্ন শহরের জনগণ আর্থ-সামাজিক ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদ জানিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা বলেছেন, ক্ষমতাসীন পুঁজিপতিদের বৈষম্যমূলক নীতির কারণে ইসরাইল আগের চেয়ে আরো দুর্বল হয়ে পড়বে।
ইসরাইল থেকে পাওয়া বিভিন্ন খবরে জানা গেছে, সেখানে সামাজিক বৈষম্য দিন দিন প্রকট হচ্ছে। ইসরাইলে শ্রেণী বৈষম্য ও গণঅসন্তোষ এমন সময় বাড়ছে যখন ইসরাইলের সামরিক কর্মকর্তারা সবসময়ই সামরিক বাজেট বৃদ্ধির জন্য ততপরতা চালিয়ে আসছেন। ইসরাইলি কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে সেবাখাতে ব্যয় কমিয়ে সেই অর্থ ইহুদি উপশহর নির্মাণের কাজে বরাদ্দ দিয়েছে। ইসরাইল এমন সময় অর্থনৈতিক সংকটে পড়েছে যখন তারা ইউরোপ ও আমেরিকার কাছ থেকে অফেরতযোগ্য কোটি কোটি ডলার সহায়তা পাচ্ছে। পাশ্চাত্যের কাছ থেকে সব দিক থেকেই ব্যাপক সহায়তা পেলেও ইসরাইল বড় ধরনের বাজেট ঘাটতির সম্মুখীন।
দখলদার ইসরাইল তার বাজেটের একটা বিরাট অংশ ব্যয় করে যুদ্ধের পেছনে এবং কর্মকর্তারা ভয়াবহ দুর্নীতিগ্রস্ত। এ দুইটি বিষয় ইসরাইলের অর্থনীতিতে চরম সংকট সৃষ্টি করেছে। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইসরাইলের অভ্যন্তরে চলমান তীব্র সংকট দখলদার এ শক্তির জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইসরাইলের গণমাধ্যমগুলোও বহুবার বিভিন্ন ক্ষেত্রে অভ্যন্তরীণ সংকট তীব্রতর হওয়ার ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনে ইসরাইলের দৈনিক হারেতজ দারিদ্রতা বৃদ্ধি এবং সরকারের প্রতি ইসরাইলি নাগরিকদের অসন্তোষ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে লিখেছে, দরিদ্র ও ধনিক শ্রেণীর মধ্যকার ব্যবধান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন