তুরস্কেও স্বৈরশাসন! বিক্ষোভ হচ্ছে আন্ডারগ্রাউন্ডে

তুরস্কেও স্বৈরশাসন! বিক্ষোভ হচ্ছে আন্ডারগ্রাউন্ডে


ইস্তাম্বুলের মেট্রো স্টেশনে বিক্ষোভ
তুরস্কে প্রতিবাদ-বিক্ষোভের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা থাকার কারণে শত শত মানুষ ভূগর্ভে সরকার বিরোধী বিক্ষোভ দেখিয়েছেন। ব্যাপক দুর্নীতির দায়ে অভিযুক্ত এরদোগান সরকারের বিরুদ্ধে এ বিক্ষোভ ইস্তাম্বুল ও আঙ্কারার দু'টি দু’টি পাতালরেল স্টেশনে অনুষ্ঠিত হয়।

গত সোমবার ইস্তাম্বুলের একটি মেট্রো স্টেশনের এক নিরাপত্তা রক্ষী একজন গৃহহীন ব্যক্তিকে বেদম মারধর করে। মাথায় প্রচণ্ড আঘাত নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। ওই ঘটনার একদিন পর মঙ্গলবার ইস্তাম্বুল ও আঙ্কারায় এসব বিক্ষোভ হয়।

২০ বছর বয়সী ওই গৃহহীন ব্যক্তি বিনা টিকিটে মেট্রোতে চড়তে চেয়েছিলেন বলে জানা গেছে। তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী আঙ্কারার পাতালরেলে বিক্ষোভ দেখানোর সময় সংঘর্ষে অন্তত একজন আহত হয়েছে।

ইস্তাম্বুলের বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এরদোগানের ছেলে বিলাল এরদোগানের ছবি হাতে নিয়ে পিতাপুত্রের বিরুদ্ধে শ্লোগান দেয়। তারা অভিযোগ করে, প্রধানমন্ত্রীর ছেলেও ব্যাপকভাবে আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত।

সম্প্রতি তুরস্কের ক্ষমতাসীন দলের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সন্তান ও আত্মীয়-স্বজনের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীর ছেলেদের পাশাপাশি রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি ব্যাংকের এমডি’র বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে এরইমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে পুলিশ। প্রধানমন্ত্রী এরদোগানের ছেলেকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে মনে করা হচ্ছে।

তুর্কি প্রধানমন্ত্রী অবশ্য দুর্নীতির এ গোটা বিষয়টিকে প্রত্যাখ্যান করে দাবি করেছেন, তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে এসব অভিযোগ আনা হয়েছে। দুর্নীতির তদন্ত শুরু করায় তিনি এ পর্যন্ত ইস্তাম্বুলের পুলিশ প্রধানসহ বহু পদস্থ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন