ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি সেনাদের অত্যাচার

ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি সেনাদের অত্যাচার


একজন ফিলিস্তিনি শিশুকে ধরে নিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা
ইহুদিবাদী ইসরাইলি সেনারা আটক ফিলিস্তিনি শিশুদের ওপর ব্যাপক মাত্রায় নির্যাতন চালায়। ভয়াবহ এ খবরটি দিয়েছে খোদ ইসরাইলেরই একটি এনজিও।

ইসরাইলের ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার’ এক প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনি শিশুদের ধরে এনে বাইরে প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নীচে খাঁচার মধ্যে ফেলে রাখা হয়। ফিলিস্তিনি শিশুদের ভয় দেখানোর জন্য বহু বছর ধরে ইহুদিবাদী সেনারা নির্যাতনের এ পদ্ধতি ব্যবহার করছে। এসব শিশুর একমাত্র অপরাধ অত্যাধুনিক অস্ত্রসস্ত্রের মোকাবিলায় তারা ইসরাইলি সেনাদের দিকে পাথর নিক্ষেপ করে।

ইসরাইলি এনজিওটি বলেছে, ঠাণ্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা বেঁধে রাখা হচ্ছে ফিলিস্তিনি শিশুদের ওপর ব্যাপক নির্যাতনের একটিমাত্র উদাহরণ। ফিলিস্তিনি শিশুরা চায় তাদের পিতৃপুরুষদের ঘর-বাড়িতে ফিরে যেতে; যেসব ঘর-বাড়ি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে।

এদিকে জেরুজালেমের একটি মেজিস্ট্রেট আদালত গত সোমবার অসুস্থ ফিলিস্তিনি কিশোর আহমাদ দাউদ ওবেইদের কারাদণ্ডের মেয়াদ বাড়িয়েছে। তাকে গত আগস্টে ইসরাইলি সেনাদের দিকে পাথর নিক্ষেপের অভিযোগ আটক করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন