নতুন পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে রুশ-ইরান আলোচনা

নতুন পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে রুশ-ইরান আলোচনা


আলী আকবর সালেহি
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, নতুন পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপনের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তার দেশ। তিনি বলেছেন, চারটি পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপনের বিষয়ে মস্কোর সঙ্গে এ আলোচনা চলছে।

বর্তমানে ইরানের একমাত্র পরমাণু স্থাপনা বুশেহর থেকে জাতীয় গ্রিডে এক হাজার মেগাওয়াট বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে এ কেন্দ্র বিদ্যুত উতপাদন শুরু করে এবং এ কেন্দ্রের পরিচালনার ভার ওই মাস থেকেই দুই বছরের জন্য ইরানের কাছে হস্তান্তর করে রাশিয়া।

সালেহি জানান, পরমাণু চুল্লির জ্বালানি দণ্ড বদলানোর জন্য বুশেহর পরমাণু বিদ্যুত কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ ছাড়া, ইরানের নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ সম্পর্কেও কথা বলেন সালেহি। তিনি জানান, দুই ধরণের নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ তৈরি করছে ইরান এবং প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজের তুলনায় নতুনগুলোর উতপাদন ক্ষমতা দ্বিগুণ।

তিনি আরো জানান, নতুন প্রজন্মের এক হাজার সেন্ট্রিফিউজ স্থাপন করেছে ইরান। কিন্তু আলোচনা ও জেনেভা চুক্তির কারণে এ সব সেন্ট্রিফিউজে এখন গ্যাস ঢোকানো হয়নি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন